
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও বিজিবি একত্রে কাজ করে চোরাই মালামাল জব্দ করেছে, যা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের প্রতিফলন।
এ ধরনের অভিযান সাধারণ মানুষের নিরাপত্তা ও সুশৃঙ্খলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কয়েকটি বিষয়ে আলোকপাত করা যেতে পারে:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল রেলওয়ে স্টেশন মেইন পিলার ২০৫৯/২ এস হতে ১১ ডিসেম্বর বুধবার রাত ৭ টা ৩০ মিনিটে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। অভিযানে সহায়তা করে শশীদল বিজিবি।
অভিযানকালে বিজিবির সহায়তায় নিন্মোক্ত চোরাই মালামাল জব্দ করা হয় ভারতীয় বাসমতি চাউল -৩৩০ কেজি , ভারতীয় চিনি-২৫০ কেজি, ভারতীয় তাস ১৯২ পিচ, ভারতীয় ডাবর আমলা তৈল-১৬২, ভারতীয় জনশন বেবি লোশন -৫৩৪ পিচ, ভারতীয় পাওয়ার চকলেট -১১০ প্যাক, ভারতীয় নেহা মেহেদী-১৬০০ পিচ, ভারতীয় কালার কালেকশন বাজি- ১৭৫ পিস, ভারতীয় নবরত্ন তৈল-০৮ পিস, ভারতীয় গ্রিপ ওয়াটার-১৫০ বোতল, যার আই সিজার মুল্য ৫ লাখ নিরানব্বই হাজার তিনশত টাকা ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।এ কাজে সহায়তা করেন নায়েক সুবেদার আসাদুজ্জামান সহ শশীদল বিজিবি টিম। কোন চোরাচালান কারবারিকে গ্রেফতার করা যায়নি।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান পরিচালনা সহায়তা করে জনসাধারণের প্রতি আহব্বান জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলাম।