ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও বিজিবি একত্রে কাজ করে চোরাই মালামাল জব্দ করেছে, যা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের প্রতিফলন।
এ ধরনের অভিযান সাধারণ মানুষের নিরাপত্তা ও সুশৃঙ্খলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কয়েকটি বিষয়ে আলোকপাত করা যেতে পারে:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল রেলওয়ে স্টেশন মেইন পিলার ২০৫৯/২ এস হতে ১১ ডিসেম্বর বুধবার রাত ৭ টা ৩০ মিনিটে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। অভিযানে সহায়তা করে শশীদল বিজিবি।
অভিযানকালে বিজিবির সহায়তায় নিন্মোক্ত চোরাই মালামাল জব্দ করা হয় ভারতীয় বাসমতি চাউল -৩৩০ কেজি , ভারতীয় চিনি-২৫০ কেজি, ভারতীয় তাস ১৯২ পিচ, ভারতীয় ডাবর আমলা তৈল-১৬২, ভারতীয় জনশন বেবি লোশন -৫৩৪ পিচ, ভারতীয় পাওয়ার চকলেট -১১০ প্যাক, ভারতীয় নেহা মেহেদী-১৬০০ পিচ, ভারতীয় কালার কালেকশন বাজি- ১৭৫ পিস, ভারতীয় নবরত্ন তৈল-০৮ পিস, ভারতীয় গ্রিপ ওয়াটার-১৫০ বোতল, যার আই সিজার মুল্য ৫ লাখ নিরানব্বই হাজার তিনশত টাকা ।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।এ কাজে সহায়তা করেন নায়েক সুবেদার আসাদুজ্জামান সহ শশীদল বিজিবি টিম। কোন চোরাচালান কারবারিকে গ্রেফতার করা যায়নি।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান পরিচালনা সহায়তা করে জনসাধারণের প্রতি আহব্বান জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলাম।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।