অরাজনৈতিক ব্যক্তিরাও রাজনীতিরই অংশ,রাজনীতি যখন অরাজনৈতিক ব্যক্তি, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, খেলোয়াড়, ব্যবসায়ী (অপেশাদার রাজনীতিবিদ), অযোগ্য প্রার্থী, ও তদবিরের প্রার্থীর হাতে চলে যায়।
তখন তারা দল ও সরকারকে ব্যবহার করে, ব্যবহার করে নিজের নামে ঠিকাদারী নিয়ে ও অন্যান্য সুবিধা নিয়ে দলের বদনাম করে তাদেরকে দল থেকে বাদ দিয়ে রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সকল স্তরে সাবেক ছাত্রনেতাদেরকে রাজনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতে হব।
দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে এই গুলো প্রধান কাজ হওয়া উচিত।দল গুলোর কারণ বিগত বছরগুলোতে বিএনপি ও আওয়ামিলীগ টাকা, দালাল নতুন দলে যুক্ত হয়েছে, তার জন্য পুরুনো রমণী দেরকে বাদ। নতুন রমনী অরাজনৈতিক ব্যক্তি ও হাইব্রিড দের হাতে নমিনেশন বানিজ্য করে দল ও। সংগঠন গুলোকে বানিজ্যিক সার্ভিসে পরিনত করেছে বলেই আজ দলগুলোর এই অবস্থা।
তাই দলগুলো উচিৎ রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে রাজনীতি তুলে দেওয়া।