অরাজনৈতিক ব্যক্তিরাও রাজনীতিরই অংশ,রাজনীতি যখন অরাজনৈতিক ব্যক্তি, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, খেলোয়াড়, ব্যবসায়ী (অপেশাদার রাজনীতিবিদ), অযোগ্য প্রার্থী, ও তদবিরের প্রার্থীর হাতে চলে যায়।
তখন তারা দল ও সরকারকে ব্যবহার করে, ব্যবহার করে নিজের নামে ঠিকাদারী নিয়ে ও অন্যান্য সুবিধা নিয়ে দলের বদনাম করে তাদেরকে দল থেকে বাদ দিয়ে রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সকল স্তরে সাবেক ছাত্রনেতাদেরকে রাজনৈতিকভাবে অন্তর্ভুক্ত করতে হব।
দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে এই গুলো প্রধান কাজ হওয়া উচিত।দল গুলোর কারণ বিগত বছরগুলোতে বিএনপি ও আওয়ামিলীগ টাকা, দালাল নতুন দলে যুক্ত হয়েছে, তার জন্য পুরুনো রমণী দেরকে বাদ। নতুন রমনী অরাজনৈতিক ব্যক্তি ও হাইব্রিড দের হাতে নমিনেশন বানিজ্য করে দল ও। সংগঠন গুলোকে বানিজ্যিক সার্ভিসে পরিনত করেছে বলেই আজ দলগুলোর এই অবস্থা।
তাই দলগুলো উচিৎ রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে রাজনীতি তুলে দেওয়া।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque