
কুমিল্লার বরুড়া উপজেলার দেওয়ানগর এলাকায় আওয়ামী লীগ কর্মীর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী শফিউল্লাহ ও তার লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে শফিউল্লাহ রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত শত্রুতার জেরে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা মাটি ও বাঁশ দিয়ে অবরুদ্ধ করে দেন তারা। এতে পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।