ব্রাহ্মণপাড়ায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ইউএনও’র দিকনির্দেশনা

মোঃ মেহেদী হাসান জনি বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

গতকাল (১৭ সেপ্টেম্বর) মতবিনিময় সভায় তিনি বর্তমান সময়ের আলোচিত সামাজিক সমস্যা—মাদক, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং এবং কিশোর গ্যাং মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। পাশাপাশি তিনি দুর্যোগকালীন সময়ে তাঁদের ভূমিকা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভিডিপি সদস্যদের করণীয় দায়িত্ব নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

ইউএনও মাহমুদা জাহান বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণ শেষে প্রত্যেকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।