
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার( ৪ সেপ্টেম্বর) বিকেলে কালিকাপুর বাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাকশীমুল ইউনিয়ন শাখার আয়োজনে এ র্যালিতে স্থানীয় বিভিন্ন মসজিদ-মাদরাসার আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। র্যালিটি কালিকাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক দোয়া মাহফিলে মিলিত হয়।
মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।