
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার (২০ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক অঞ্চলে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাইন পাইপ জব্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক ব্যবহারকারীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়
জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন ভাদার্ত্তী, কালীগঞ্জ, গাজীপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ২ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে আনুমানিক ২,৫০০টি ডাবল চুলা অপসারণ করা সম্ভব হয়েছে।
একইসঙ্গে কালীগঞ্জ ডিআরএস হতে রূপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ ৪”x৫০ পিএসআইজি বিতরণ লাইন কর্তন করে বন্ধ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ সালনা ও বটতলা রোড এলাকায় অননুমোদিত চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৪৪টি দ্বিমুখী চুলা বন্ধ করা হয়
নারায়ণগঞ্জ জেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় জনাব মনিজা খাতুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ২.৩ কিলোমিটার দীর্ঘ বিতরণ লাইন থেকে ৩টি রেস্টুরেন্ট ও ৫০০টি ডাবল বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন এবং ৮২০ ফুট লাইন পাইপ জব্দ করা হয়। অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে ৪টি স্পটে অভিযান পরিচালিত হয়। এখানে মোল্লা এন্টারপ্রাইজ নামের কয়েল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া এক আবাসিক সংযোগ থেকে ১৩টি ডাবল চুলা ব্যবহারের দায়ে তাৎক্ষণিক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে ৩টি মোটর, প্রায় ৩০০ ফুট হুজ পাইপ জব্দ এবং একটি অবৈধ লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়।এ সময় কামাল কয়েল ফ্যাক্টরির বিরুদ্ধে বিএসটিআই আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রূপগঞ্জে অবৈধ সংযোগ উচ্ছেদকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিতাস কর্মকর্তারা জনাব মো. হাবিবুল্লাহ নামের এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করলে তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করে। এক পর্যায়ে স্থানীয় ২০-২৫ জন লোক তিতাস কর্মকর্তাকে শারীরিকভাবে হেনস্তা করে এবং জোরপূর্বক বিচ্ছিন্ন সংযোগ পুনঃসংযোগে বাধ্য করে। এ সময় ওয়েল্ডিং টিমের ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিতাস কর্মকর্তাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় আশুলিয়া ও কাঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭৫টি আবাসিক বাড়ির অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া দুইটি হোটেলের সংযোগও কেটে দেওয়া হয়। তিতাস জানায়, এসব অভিযানের ফলে প্রতি মাসে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে এস কে ওয়াশিং, এ এস ওয়াশিং প্ল্যান্ট অ্যান্ড ডাইং ও মমতাজ ওয়াশিং নামের তিনটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ এবং আরও ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে শত শত ফুট পাইপ, কম্প্রেসার, বার্ণারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাসের এ ধারাবাহিক অভিযানে গতকাল সারাদেশে হাজার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ গ্যাস সাশ্রয় এবং কয়েক লক্ষাধিক টাকার জরিমানা আদায় করা হয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানায়, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।