সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

মোঃ শাহজাহান বাশার। সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা: সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত কর্মকর্তা মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দুর্নীতি দমন, ভেজালবিরোধী অভিযান এবং প্রশাসনিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সারাদেশে আলোচনায় আসেন। তার দায়িত্বশীলতা, সততা এবং সাহসী ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে যোগদানের পর সিলেটবাসীর জন্য একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসন উপহার দেবেন বলে স্থানীয়ভাবে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।