সাজেক সড়কে পাহাড় ধস: চার শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকগামী সড়কের একাধিক স্থানে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দু’প্রান্তে অন্তত চার শতাধিক পর্যটকসহ অসংখ্য স্থানীয় মানুষ আটকা পড়েছেন। পাহাড় ধসের ফলে সড়কের গুরুত্বপূর্ণ অংশগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বাঘাইছড়ির বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে সড়কে মাটি ও পাথর জমে পড়ে। মুহূর্তেই বন্ধ হয়ে যায় সাজেকের সাথে সড়ক যোগাযোগ। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। পাশাপাশি স্থানীয়রাও স্বেচ্ছাশ্রমে সড়ক সচল করতে সাহায্য করছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, “একসঙ্গে তিনটি জায়গায় পাহাড় ধস হওয়ায় বিপুল পরিমাণ মাটি সড়কে জমে গেছে। আমরা প্রশাসনের সঙ্গে মিলে দ্রুত সড়ক সচল করার চেষ্টা করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, “এই মুহূর্তে সাজেকে আটকা পড়া পর্যটকের সংখ্যা প্রায় চারশ’র মতো। অধিকাংশই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেড়াতে এসেছেন। কিছু এলাকায় মাটির স্তর অনেক বেশি হওয়ায় সরাতে কিছুটা সময় লাগছে। তবে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং সড়কটি দ্রুতই চলাচলের উপযোগী করে তোলা হবে।”

প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবার নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

উল্লেখ্য, সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষাকালে এমন পাহাড় ধসের ঘটনা প্রায় সময় ঘটে থাকে, তবে এবারের ধসটি তুলনামূলকভাবে বেশ বিস্তৃত এবং তাৎক্ষণিকভাবে বিপুল সংখ্যক পর্যটককে আটকে ফেলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।