তিতাস গ্যাসের অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, চার লাখ টাকা জরিমানা

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (মঙ্গলবার):
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে। গতকাল ১৪ জুলাই রূপগঞ্জ, সাভার ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে প্রায় দেড় কিলোমিটার লাইনের মাধ্যমে সংযুক্ত ১,০০০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রূপগঞ্জের আতলাসপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে অভিযানে ৫৫০টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন এবং ৮০ ফুট পাইপ জব্দ করা হয়।

সাভারের বলিয়ারপুর, হেমায়েতপুর ও তেঁতুলঝোড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিজা খাতুনের নেতৃত্বে কে এস ফ্যাশন, লেটেস্ট ওয়াশিং ও এ ওয়ান ডিজাইন নামে তিনটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৪৮০ ফুট পাইপ জব্দ এবং চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মাসিক ২০ লক্ষ টাকার বেশি গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।

এ ছাড়া, টাঙ্গাইলের আকুর টাকুরপাড়া ও বিশ্বাস বেতকায় অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৩১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।