অবৈধ অতিরিক্ত গ্যাস ব্যবহারে তিতাসের অভিযানে একাধিক সংযোগ বিচ্ছিন্ন

গ্যাসের অবৈধ ব্যবহার ও অনুমোদনবহির্ভূত অতিরিক্ত গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি।

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা | বুধবার, ৯ জুলাই ২০২৫

গ্যাসের অবৈধ ব্যবহার ও অনুমোদনবহির্ভূত অতিরিক্ত গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি।তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগ গত ৭ ও ৮ জুলাই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মিরপুর, ভালুকা ও কিশোরগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন মুন্সিগঞ্জের মিরেরশ্বর, পঞ্চসার এলাকায় মেসার্স আল মদিনা বোর্ড মিলস ও মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলস-এ মিটার বাইপাসের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং ও ক্যাপিং করা হয়। এ বিষয়ে মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঢাকার মিরপুরে এডভান্স অ্যাটায়ার ও টিএমএস গার্মেন্টস লিমিটেড অনুমোদিত ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন বয়লার ব্যবহার করছিল। এ ছাড়া, একটি আবাসিক ভবনে অনুমোদিত তিনটি চুলার জায়গায় ২৬টি ডাবল চুলা ব্যবহার করায় ওই তিনটি সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

ভালুকা ও কিশোরগঞ্জে বকেয়া গ্যাস বিল পরিশোধ না করায় তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অভিযানের সময় তাৎক্ষণিকভাবে ৮৮ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়।

এছাড়া, গ্যাস বিল বকেয়ার কারণে মেসার্স মেগা ইয়ার্ণ ডায়িং মিলস লিমিটেড, সারদাগঞ্জ, কামিশপুর-এর উভয় রানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।