সমাজ নাই, মাহমুদুল

সমাজ নাই, মোহাম্মদ মাহমুদুল হাসান 

 

এখন সমাজ নাই ভাই,
আছে চাটুকার,
দুর্বৃত্তের গলায় মালা,
সত্য আজ লজ্জাবতী চার।

চাটারদলের ঢাকের তালে
নাচে বুদ্ধি, নীতি, জ্ঞান,
নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে
জনতার প্রাণের মন্দির খানখান।

যারা বলেছিল, “আলো জ্বালবো”,
তারা এখন বাতি চুরি করে,
প্রতিবাদের শব্দগুলো
তাদের কানে বেজে না রে!

তবুও আমি মুখ খুলি,
কলম হাতে দাঁড়াই একা,
কারণ জানি, একদিন ঠিক
জেগে উঠবে এই নিস্তব্ধতা।