বুড়িচংয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বুড়িচং দরবার শরীফে পবিত্র মহররম মাস উপলক্ষে কারবালার শহীদদের স্মরণে বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বুড়িচং উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে   এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল দশ থেকে  অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ  বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর  আহবায়ক  কমিটির  আহবায়ক অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশার।
আলোচনায় কারবালার হৃদয়বিদারক ইতিহাস, হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের জন্য তার সংগ্রামের তাৎপর্য এবং বর্তমান সমাজে এসব শিক্ষার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়।
বক্তারা বলেন, “কারবালার শিক্ষা কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি চিরন্তন আদর্শ। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুপ্রেরণা ইমাম হোসাইন (রা.)-এর জীবন থেকে পাওয়া যায়।”
প্রধান আলোচক হিসেবে, আলোচনায় অংশগ্রহণ করেন: মাওলানা মোহাম্মাদ আবদুল জাব্বার পীর সাহেব
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,  মাওলানা মিজানুর রহমান (বারেশ্বর ও আগানগর)মাওলানা তাজুল ইসলাম (বাকশিমুল)মাওলানা গোলাম মোস্তফা (ফকির বাজার) মাওলানা কাজী আল ইমরান (বাকশিমুল) মাওলানা সালাউদ্দিন মামুন ফারুকী (সাদকপুর) মাওলানা শাহজাহান সারওয়ার (সংকুচাইল)মাওলানা মামুনুর রশিদ (ময়নামতি)মাওলানা কাজী কাউছার হোসাইন (ভবেরমোরা) মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা গোলাম হাসান (আনন্দপুর) মাওলানা শাহিনুল ইসলাম শাহিন,মাওলানা মোশাররফ মাওলানা বাইজিদ রাজা রজবী,
স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: সাত্তার মেম্বার,বিল্লাল হোসাইন,বিশিষ্ট ব্যবসায়ী,আবদুল কুদ্দুস।দেলোয়ার হোসাইন,সেক্রেটারি, বুড়িচং বাজার।এডভোকেট মুজিবুর রহমান (কণ্ঠনগর)
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।