
মোহাম্মদ মাহমুদুল।
কুমিল্লার বুড়িচংয়ের কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতনে রাতের আঁধারে নথিপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবস্থিত মরহুম নূরুল ইসলাম (আব্দুল হক) চেয়ারম্যানের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় নথি, আসবাব, ৯টি সিলিং ফ্যান, ডিনার সেট, ফ্রিজ, নগদ টাকাসহ আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই অমানবিক ঘটনার প্রতিবাদে আজ (২৮ জুন শনিবার) স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, “এই হামলা শুধু একটি স্কুলের ওপর নয়, পুরো ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত।”
প্রতিষ্ঠানটির পরিচালক মো. দুলাল হোসেন জানান, “আমরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি অনেক কষ্টে। এমন বর্বরতা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন:দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতার স্কুলের নিরাপত্তা নিশ্চিত করাক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা করে সরকারিভাবে সহযোগিতা প্রদান।শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা করন।
এই ঘটনার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা সমাজের জন্য অশনিসংকেত।
এলাকাবাসীর দৃঢ় প্রত্যয়—“শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতেই হবে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।”