
বাঙালির কবিতা
– মোঃ সেলিম রানা
হে বাঙালি, দেশের তরে
কাজ করো তুমি মন উজাড় করে।
মানুষের স্বার্থে সেবা কর,
পরে কেন আবার বেইমানি ধর?
হে বাঙালি, কেন মীরজাফরের ছায়া,
ভালোবেসে দাও কেন আঘাতের মায়া?
মরণের ভয় কি তোমার আছে?
সত্যের পথে চলো, জয় আসবে কাছে।
হে বাঙালি, ভুলে যেও না তোর,
কাজ করো দেশের, না যে পরের ঘোর।
মা-বোনের ইজ্জত রেখো শ্রদ্ধায়,
ক্ষমতার দম্ভ চিরকাল থাকায়?
চেহারার রূপও যায় একদিন,
হে বাঙালি, গড়ো সমাজ নতুন চিন্তাধারায় বিনিময়।
বেকারত্ব হটাও, শিক্ষা নাও হাতে,
জীবনের মানে খুঁজো সত্যের পথে।
মিথ্যে অপবাদে ফেলো না কাউকে,
শেষে সেই ফাঁদে পড়বে নিজেই দুখে।
আমি বাঙালি—তোমারই ভাই,
লিখি, গাই, তুমিও তো পারো তাই!
এসো হে বাঙালি, আলোর পথে,
অন্ধকার পেরিয়ে চল ভবিষ্যতের রথে।
দেশকে বাঁচাও, নিজেকে রক্ষা করো,
পরিবার, জাতি—সবাইকে ভালোবাসো।
তোমার কথা, তোমার স্মৃতি,
থাকবে গাঁথা বাঙালির ইতিহাস-গাথায় প্রীতি।