
কর্মফলের দেখা।কর্মফলের দেখা,মোহাম্মদ মাহামুদুল
তোমার কর্মফল তোমার সাথে দেখা করতে আসবে,সে দিন কিন্তু অবাক হবে না কেমন।
যা আজ তুমি বুনে দাও মনের মাঠে,
কাল সে গাছ হয়ে ফিরবে তুমুল জ্বালায় বা শান্তিতে।
শব্দেরা হারায় না, রয়ে যায় বাতাসে,দয়ামায়া হোক বা ক্রোধের প্রবাহে।হাসি যদি দিয়েছো, ফিরে আসবে আলো,ব্যথা যদি ছড়াও, সেই ব্যথাই পাবে ভালো।
সময় চুপচাপ দেখে, বিচার করে ধীর,
বিচারকের মতো নয়—জীবনেরই বীর।
তোমার ছায়া, তোমার পায়ে পা ফেলে হাঁটে,
তোমার কর্ম, তুমি ভুলে গেলেও—সে ভুলে না সাথে।
তাই বলি, সেই দিন অবাক হবে না কেমন,কারণ তুমি তো জানো—সবই ফিরে আসে যেমন তেমন।