
২১ রমজান মাওলা আলী (রাঃ) এঁর ওফাত শরীফ উপলক্ষে-রহিমানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির ব্যবস্থাপনায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ-
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফীজমে বিশ্বাসী “জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি” রহিমানগর আঞ্চলিক (কচুয়া-চাঁদপুর) শাখার সার্বিক ব্যস্থাপনায় ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গের অনুদানে, সংগঠনের সামাজিক উন্নয়ন মানব সেবার কর্মসূচীর অংশ বিশেষ ২১ রমজান ইসলামের ৪র্থ খলিফা, শেরে খোদা হযরত মাওলা আলী (রাঃ) এঁর ওফাত শরীফ স্মরণে- উপলক্ষে রহিমানগর বাজার সংলগ্ন ২৯ গ্রামের অসহায় ও গরিব ২৫৫ পরিবারে ইফতার ও ঈদ সামগ্রী(মুড়ি, ছোলা, খেজুর, আলু, সেমাই, চিনি, কিসমিস, বাদাম, তৈল) বিতরণ করা হয়।
শনিবার রহিমানগর গাউছিয়া সোবহানিয়া আহমদিয়া কাওকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফে সকাল ১০টা হইতে খতমে ক্বাদেরী শরীফ আলোচনা সভা ও দোয়া করা হয়। সংগঠনের সভাপতি মাওলানা আবু ইউসুফ আল্-ক্বাদেরী শাহপুরী সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিএসসি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নূরউদ্দীন আল্-ক্বাদেরী, মুহাম্মদ উজ্জল খান শাহপুরী, মুহাম্মদ মনির হোসেন শাহপুরী’সহ রহিমানগর কেন্দ্রীয় খানকা শরীফের আওতাধীন বিভিন্ন খানকা শরীফের পরিচালক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজের অসহায় ও গরিব পরিবারের পাশে থাকার জন্য সংগঠনের উক্ত কর্মসূচি প্রতিবছর ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করার জন্য সংগঠনের লিল্লাহ্ ফান্ডে সকলের সহযোগীতা কামনা করা হয়।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহামুদুল