
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক, দৈনিক জনতার মতামত
রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোসাম্মৎ রোকশানা বেগম হেপী বুধবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন (সবুজ) বলেন, “এই রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।” অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
২০২১ সালের ২৩ মার্চ খিলগাঁও থানায় শিশুর বাবা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৪ জুলাই পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক মোসা. রাশিদা জাহান রুনা আদালতে চার্জশিট জমা দেন। বিচার চলাকালে ১০ জন সাক্ষ্য দেন।
দোষী সাব্যস্ত হওয়ায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।