
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ আনসার বাহিনীর সাহসী সদস্য মিরাজুন্নবীকে আনসার বাহিনীর মহাপরিচালকের প্রশংসাপত্র, ক্রেস্ট ও নগদ ১৯,৯৯০ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জ আনসার জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট কনিজ ফারজানা শান্তা ও সদর উপজেলা কর্মকর্তা লিটনের উপস্থিতিতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
মিরাজুন্নবী তার সাহসিকতার জন্য নারায়ণগঞ্জের মানুষের কাছে ‘রেল হিরো’ উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ রেললাইন নিরাপদ রাখতে অসামান্য অবদান রেখেছেন। নাশকতাকারীরা বারবার রেললাইন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলেও তিনি প্রতিবার তা প্রতিরোধ করেছেন। কখনো নাট-স্ক্রু খুলে ফেলার চেষ্টা, কখনো বিস্ফোরণের মাধ্যমে, আবার কখনো পেট্রোল ঢেলে রেললাইন জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছেন। তার কারণে নারায়ণগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেন যাত্রীরা নিরাপদে চলাচল করতে পেরেছেন।
এছাড়া, ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে নারায়ণগঞ্জে ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তিনি আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। পুলিশের হুমকি উপেক্ষা করে তিনি আহতদের সহায়তা করেন। পুলিশের একজন কর্মকর্তা তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দিলেও তিনি ভীত হননি এবং আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
শুধু রেললাইন নয়, দেশের দুর্যোগকালীন সময়েও মিরাজুন্নবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফেনী ও নোয়াখালীতে বন্যা কবলিত মানুষের সহায়তায় তিনি নিজ তহবিল এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ হাজার টাকার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। প্রায় ৫০০-এর বেশি পরিবারকে তিনি সহযোগিতা করেছেন, তবে সম্মান বজায় রাখতে বিতরণের সময় কোনো ছবি বা ভিডিও ধারণ করেননি।
মিরাজুন্নবী বিশ্বাস করেন, যদি সরকার ৫৮ লাখ ভিডিপি প্রশিক্ষিত সদস্যকে নিয়োগ দেয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। চুরি, ছিনতাই, গুম, হত্যা ও ধর্ষণমুক্ত একটি সমাজ গঠনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদী।