রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট যোগ দেয়। রাত ৫টার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।