
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবারের পক্ষ থেকে তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবার মরদেহ আজই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সৈয়দ মঞ্জুর এলাহী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বয়সজনিত দুর্বলতা ছাড়াও তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন। সফল ব্যবসায়ী ও দক্ষ প্রশাসক হিসেবে তিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।