
আজ রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মইনীয়া যুব ফোরাম। দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদে এবং ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংগঠনটির তরুণরা একত্র হয়। এসময় সংগঠনের সভাপতি সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন,”ইসলামে নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা সভ্য একটি রাষ্ট্রে নারীদের ধর্ষন বা তাদের প্রতি সহিংসতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মূলত নৈতিকতার অভাবে আজ সমাজের এ ভয়াবহ অবক্ষয়। আজ সমাজে মানুষ উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, মানুষেরা বিভিন্ন ধর্মীয় বিষয় সম্পর্কে জানছেন, কিন্তু তাদের অন্তরের পরিশুদ্ধতা, বিবেকবোধ, সংযম ও মানবিকতা জাগ্রত হচ্ছে না। আমাদের আহ্বান ও দাবি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চার জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করে পাঠদান, পাঠ্যক্রম প্রণয়ন ও বিভিন্ন সভা, সেমিনার আয়োজনে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে৷ আমরা চাই ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা। নারীরা যেন নিশ্চিন্তে বিচরণ করতে পারেন। সেজন্য সরকারকে যেমন কঠোরভাবে আইনের প্রয়োগ ঘটাতে হবে, একইভাবে সমাজের সকল সচেতন নাগরিক, তরুণ সমাজ ও সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরো বলেন,”মইনীয়া যুব ফোরামের ২০ হাজার যুবক দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সেল গঠন করে জনসচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এভাবে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে৷ নারীদের নিরাপত্তা নিশ্চিতকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। ধর্ষকরা যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে মইনীয়া যুব ফোরামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যবর্গ অংশগ্রহণ করেন।