
মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
১০ মার্চ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির বিশ্বরোডের মোহন পাম্প সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই রিপন সরকার। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সহায়তায় সফলভাবে অভিযানটি পরিচালিত হয়।গ্রেপ্তারকৃত ডাকাতরামো. মামুন (৩৭), পিতা: মো. ইউনুছ, গ্রাম: চরচারুয়া, দাউদকান্দি, কুমিল্লা।মো. আরিফ (৩১), পিতা: মৃত আলী আকবর, গ্রাম: মনসুরাবাদ, ডবলমুড়িং, চট্টগ্রাম।
গ্রেপ্তারের সময় ও পরবর্তী তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়:২টি বিদেশি পিস্তল২টি ম্যাগাজিন৬ রাউন্ড গুলি১টি দেশি পাইপগান২ রাউন্ড কার্তুজ
সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, “অস্ত্রধারী অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দাউদকান্দি ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সহযোগীদের খুঁজে বের করতে আরও তদন্ত ও অভিযান পরিচালিত হবে।পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।