
স্টাফ রিপোর্টার: মো. শাহজাহান বাশার
কুড়াখাল মিনি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ বর্ষের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলো আজ শনিবার বিকেল ২টায় কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টের সভাপতি প্রবাসী সমাজসেবক জনাব মাসুম সরকার। আয়োজকদের মধ্যে ছিলেন প্রবাসী ফরহাদ খান, বাবুল মেম্বার, নজরুল ইসলাম লিটন, আবুল কালাম আজাদ ও মো. কাওছার মুন্সী।
পরিচালনা কমিটিতে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল সরকার, হাজী শহিদুল্লাহ, মো. জহির খান, মো. জাহাঙ্গীর বেপারী, আবুল খান ও বাতেন সরকার।
প্রথম ম্যাচে রাধানগর বনাম কাচিসাইর প্রতিদ্বন্দ্বিতা করে। রাধানগর ৪৭ রানে জয়লাভ করে।
দ্বিতীয় ম্যাচে কনসনাগর বনাম তালতলা মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে কনসনাগর ৮০ রান সংগ্রহ করে, জবাবে তালতলা ৫৮ রান করতে সক্ষম হয়। ফলে কনসনাগর ২২ রানে জয় পায়।
এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি রঙিন টিভি, আর রানার্সআপ পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি। প্রতিটি দলের এন্ট্রি ফি ছিল ৫০১ টাকা।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন—
সাইফুল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী
মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী
ফয়সাল সরকার, সমাজসেবক
মাসুম খান, ক্রীড়া সংগঠক
মো. ইব্রাহিম খলিল খান, প্রবাসী (সৌদি আরব)
হাজী শহিদুল্লাহ, সমাজসেবক
মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যক্তি
এই টুর্নামেন্টটি একটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল আনন্দদায়ক এক আয়োজন।