কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

কুমিল্লায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে (১ মার্চ) র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো-
১. মোঃ আনোয়ার হোসেন (৩৫)
২. মোঃ রফিকুল ইসলাম (৩৮)
৩. মোঃ সোহেল মিয়া (৩১)

অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।