
দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু হবে এবং আজ শনিবারই প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।’
এদিকে মধ্যপ্রাচের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার রোজা শুরু করেছেন
এএনবিটোয়েন্টিফোরডটনেট/কালাম