শিক্ষার্থীদের কে আউলিয়ায়ে কেরাম চর্চিত তাসাউফের শিক্ষায় মনোননিবেশ করাতে হবে

-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

 

রিপোর্ট শাহাজাহান বাশার 

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, বর্তমানে সমাজে অনেক উচ্চশিক্ষিত বিসিএস ক্যাডার, নন-ক্যাডার, শিক্ষক।

কিন্তু এত শিক্ষিত মানুষ মিলেও সমাজের অস্থিরতাকে আমরা দূর করতে পারছি না। শিক্ষা আছে, তবে প্রকৃত শিক্ষা, নৈতিকতার শিক্ষা, মানবতার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা হয়তো নেই। আজকের সমাজে অস্থিরতার কারণ হলো অতিরিক্ত লোভ, স্বল্প শ্রম অথবা শ্রম না দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের তাড়না, আত্ম অহংকার, বিবেকতাড়িত না হয়ে রিপুর তাড়িত হওয়া, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি। তিনি বলেন, চার পাশ বিষাক্ত করে তার ঠিক মাঝখানে নিজেকে সুস্থ রাখার অলীক স্বপ্নে বিভোর আমরা। আমাদের পঠন, পাঠন, শিখন আমাদের লোভকে সংবরণ করাতে পারছে না, আমাদের আত্ম অহংকারকে নিয়ন্ত্রণ করাতে পারছে না, আমাদের আত্মকেন্দ্রিকতাকে দূর করাতে পারছে না, পারছে না আমাদের চেতনাকে, আমাদের মননশীলতাকে জাগ্রত করাতে।

 

তিনি আরও বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্মকে মানুষ হওয়ার প্রতিযোগিতার কথা, মানবিক হওয়ার প্রতিযোগিতার কথা, নৈতিক মূল্যবোধে শক্তিশালী হওয়ার প্রতিযোগিতার কথা বলা। আজকে বেশি প্রয়োজন ন্যায়পরায়ণতা, সততা, শিষ্টাচার, শাসন বা শোষণ নয়-সেবা করার মানসিকতা, উত্তম ব্যবহার, সহনশীলতা, সহানুভূতি ও সমানুভূতি অর্জনের প্রতিযোগিতার কথা বলা।

 

সেটা না হলে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা কঠিন। বিএসপি চেয়ারম্যান বলেন, সত্যিকারের একজন ইনসানে কামেল বা পরিপূর্ণ গুণাবলী সম্পন্ন মানুষ হতে হলে শুধু পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি শিক্ষার্থীদের কে আউলিয়ায়ে কেরাম চর্চিত তাসাউফের শিক্ষায় মনোননিবেশ করাতে হবে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারী) উত্তর চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট, ধলই হাধুরখীল এলাকায় আহমদিয়া তজবিদুল কুরআন মহিলা দাখিল মাদ্রাসা ও তজবিদুল কুরআন হাফেজিয়া এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় কুরআনুল কারিমের হেফজ সমাপ্তকৃত হাফেজদের কে পাগড়ি পরিয়ে দিয়ে দস্তারবন্দী করেন, হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। এ সময় তিনি বিভিন্ন প্রতিযোগী শিক্ষার্থীদের কে পুরস্কার বিতরণ করেন। আহমদিয়া তজবিদুল কুরআন মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন, ২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মনছুর। প্রধান আলোচক ছিলেন, আনজুমানে রজভিয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক আল্লামা মীর মোহাম্মদ আব্দুর রহিম মুনিরী। বিশেষ বক্তা ছিলেন, আল্লামা মীর মোহাম্মদ হাসানুল করিম মুনিরী। এ সময় উপস্থিত ছিলেন, তজবিদুল কুরআন হেফজখানা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, তজবিদুল কুরআন মহিলা দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মুহাম্মদ ইলিয়াস চৌধুরী প্রমুখ। মিলাদ কিয়াম পরিবেশন করেন, হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।