
মোঃশাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার এএনবিটোয়েন্টিফোর
মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম ইমাম, ইমামে আহলে সুন্নাহ,গাউসুল ওয়ারা,সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ৮৮ তম খোশরোজ শরীফ উপলক্ষে
(৮ ফেব্রয়ারি) শনিবার বাদ জোহর হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সহযোগিতায় মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মসজিদ ও রোওজা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্ধোধন করেন,
বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বিএসসি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মাজিআ)।এতে প্রায় ১০ হাজার মুসল্লী একত্রে নামাজ আদায় করতে পারবে।
মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন প্রোগ্রামে লক্ষ লক্ষ আশেক,ভক্ত,মুরিদান দেশের বিভিন্ন এলাকা থেকে আসে।স্থান সংকুলান না হওয়ায় আগত আশেকানরা মাঠে, পেন্ডেলে,সড়কে নামাজ আদায় করে।
মাইজভাণ্ডার মসজিদ কমপ্লেক্সে ডিজিটাল পাঠাগার ও ইসলামী রিচার্স সেন্টার থাকবে।ইসলামের খেদমতে এই মসজিদ ব্যাপক ভূমিকা পালন করবে।
মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাজাদা সৈয়দ মেহবুবে মইনুদ্দীন , কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আলহাসানী জানান,৫ দিন ব্যাপী অনুষ্ঠানে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, হুজুর কেবলার দেশ বিদেশের দুর্লভ আলোকচিত্র চিত্র ও ভিডিও প্রদর্শনী, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত জনতার উপস্থিতিতে মাইজভাণ্ডার দরবার শরীফের পুরো এলাকা মুখরিত হয়ে উঠছে।
১০ ফেব্রয়ারি দিবাগত রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনায় ৫ দিন ব্যাপী অনুষ্টান শেষ হবে।মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভাণ্ডারী।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন আলহাসানী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আলহাসানী, আঞ্জুমান কেন্দ্রীয় মহাসচিব খলিফা শাহ মুহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী
হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসীন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন, দপ্তর সম্পাদক শাহ ইব্রাহিম মিয়া,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল প্রমুখ।