
১৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১টা ২০ মিনিটে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কুসিক ১৩ নম্বর ওয়ার্ডের ডুলিপাড়া এলাকায় বাখরাবাদ-টু-টমছম ব্রিজ গামী সড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি বক্স থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. কৃষ্ণা সরকার (৩২) পিতা: মৃত কমল সরকারমাতা: মায়া রানী ঠিকানা: নোয়াদ্দা (সরকার বাড়ি), পোঃ গোলবাহার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর। ২. মোঃ মামুন মিয়া (২৮) পিতা: মোঃ শফিক মিয়া মাতা: মায়া বেগম ঠিকানা: অরণ্যপুর (নতুন গুচ্ছ বাড়ি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। অভিযানের সময় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সফল অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তবে মাদক ব্যবসার শেকড় উপড়ে ফেলার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।