মালদ্বীপে থেকে সিআইপি নির্বাচিত, আহমেদ মোত্তাকি কে শুভেচ্ছা জানিয়েছেন হাইকমিশনার ,

সিআইপি নির্বাচিত হওয়ায় আহমেদ মোত্তাকি কে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। মোত্তাকি মালদ্বীপে মিয়ানজ ইন্টারন্যাশনাল গ্রুপ এর চেয়ারম্যান

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মাননা ও সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এর হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।

 

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী (অনিবাসী বাংলাদেশী) ক্যাটেগরীতে

এবং ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক (অনিবাসী বাংলাদেশী) ক্যাটেগরীতে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিয়ানজ ইন্টারন্যাশনাল গ্রুপ এর চেয়ারম্যান আহমেদ মোত্তাকি বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

Ministry of Expatriates’ Welfare and Overseas Employment, Bangladesh has declared Mr. Ahmed Mottaki, Chairman of the Mianz International Group, Maldives as the Commercially Important Person (CIP) for the Fiscal Year 2022-23 in the category of Industrial Investment (NRB) as well as for the Fiscal Year 2023-24 in the category of Bangladeshi product importer abroad (NRB) for his remarkable contribution to the economy of Bangladesh.
Bangladesh High Commission, Maldives congratulates Mr. Ahmed Mottaki for his great achievement and wishes him success in future.