
মালদ্বীপে বিকিনিতে উত্তাপ ছড়ালেন সানি লিওন সানি লিওন, তার স্বামী এবং সহ অভিনেতা ড্যানিয়েল ওয়েবার এবং তাদের তিন সন্তানের সাথে শনিবার মালদ্বীপে পৌঁছেছেন।
ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রভাবশালী ফাজিল ইসমাইল (ফিট ফাজিল) এবং আমিনাথ শানা তাদের স্বাগত জানান। তারা স্থানীয় ব্র্যান্ড টডি থেকে একটি উপহার সানি লিওন এর হাতে তুলেদেন।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটানো ভারতীয় তারকাদের মধ্যে সানি লিওন অন্যতম। তার সফর ভারতীয় পর্যটকদের মধ্যে মালদ্বীপের জনপ্রিয়তা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
মালদ্বীপের কুনাভাশিতে অবস্থান করছে, ভাভু অ্যাটলে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্টে । তবে তাদের থাকার সময়কাল জানা যায়নি।
মালদ্বীপে উত্তাপ ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী ও সাবেক নীল তারকা সানি লিওন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব মাতানোর পরে নিজের অবসর সময়টুকু মালদ্বীপেই কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সেখানে বেশ খোলামেলা রূপে দেখা মিলেছে তার। কখনো বিকিনি, কখনো সাদা শর্টস, সবুজ স্প্যাগেটি টপে বিচে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে।
নিজ ইনস্টাগ্রামে সেই সকল ছবি পোস্ট করে সানি লিখেছেন, প্যারাডাইসে কোনো ফিল্টারের দরকার নেই।
মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিংয়েও মজেছেন অভিনেত্রী। সমুদ্রে নেমে সাতার কাটতেও দেখা গেছে। সানির মতে, সমুদ্রের নিচে সুন্দর কচ্ছপ দেখার থেকে ভালো আর কিছু হতে পারে না।
মালদ্বীপের নীল জলের সঙ্গে সানির এই মেকআপ আর বিকিনি যেন মিলেমিশে একাকার। ছবি দেখেই বোঝা যাচ্ছে সেখানে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
উল্লেখ্য, সানি অভিনীত ‘কেনেডি’ এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ এবং তার চরিত্রের নাম চার্লি। গত ২৫ মে কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে সানির ‘কেনেডি’ সিনেমাটি।