অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি মালয়েশিয়ায় দেশটির বিভিন্ন বিনোদনকেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন পুলিশ। অভিযানে নতুন বছরের প্রথম ১৮ দিনে বাংলাদেশিসহ চার হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানান দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।
সংবাদ সম্মেলনে দাতুক রুসলিন জুসোহ বলেছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পৃথক ৮৭০টি অভিযানে ৯ হাজার ১৬৯ অভিবাসী শ্রমিকের কাগজপত্র ও ডকুমেন্টস চেক করা হয়েছে। এরমধ্যে বৈধ কাজপত্র না থাকায় ৪ হাজার ২৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া এক হাজার ৪৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
চলতি মাসে ১৮ দিনের বিশেষ অভিযানের মধ্যে অন্যতম ছিল রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা খ্যাত’ কোতারায়া বাংলা মার্কেটে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বৈধ ডকুমেন্টস থাকায় অধিকাংশই ছাড়া পেয়েছেন। আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বুকিত জলিল ও সেমুনিয়া ইমিগ্রেশন সেন্টারে রাখা হয়েছিল।