শেখ হাসিনা সহ ৫০ জনের গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের মদদদাতা আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

 

একইসাথে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানানো হয়েছে। গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।

 

ঐদিন তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগ হলে চলতি সপ্তাহেই জুলাই গণহত্যার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন হবে বলে জানান।

 

ফাইল ছবি