কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান(৬৮) গত বুধবার ( ৩১ জানুয়ারি ) ভোর ৫ টা ১০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।। সাবেক এ সংসদ সদস্যের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদের ৬ নং ভবনের সামনে১ম জানাজা শেষে বৃহস্পতিবার সকাল ৯ টায় সাবেক এমপি আবুল হাসেম খান এর লাশ কুমিল্লা মহানগরীর রেসকোর্স বাসভবনের সামনে নিয়ে আসা হয়।সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে, ৩য় জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে , ৪র্থ জানা সম্পন্ন হয় বাদ আসর বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং সর্বশেষ ৬ ষ্ঠ জানাজা মরহুমের বুড়িচং উপজেলার ঘিলাতলা (উত্তর গ্রাম) জানাজা শেষে মরহুম আবুল হাসেম খান এর পিতা মাতার করবের পাশে সমাহিত করা হয় তাকে।
উল্লেখ্য ব্রাহ্মণপাড়া উপজেলা প্রসাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ও সহকারী কমিশনার [ভূমি]মোঃ কাউছার হামিদ,অফিসার ইনচার্জ মোঃ আতিকুল্লাহ ফুল দিয়ে আবুল হাসেম খান এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে বুড়িচং উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর নেতৃত্বে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আবদুস সালাম খন্দকার ও বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান কে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা ৫ আসনের বর্তমান এমপি আলহাজ্ব মোঃ আবু জাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন, দক্ষিণ আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু সালেক সেলিম রেজা সৌরভ,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুছ ছালাম বেগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভুঁইয়া রুমি, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আবদুল মোমেন ফেরদৌস,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবদুল বারী,বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম খোকন,,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খাঁন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড সাইফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ সোলেমান,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যথাক্রমে ডা: আবু মুসা ভুঁইয়া,এড মাহবুবুর রহমান, আবুল হাসেম মেম্বার, আলহাজ্ব আবু তাহের চেয়ারম্যান, জিএমএম জাকারিয়া, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, গাউছিয়া ইসলামিক মিশন এর চেয়ারম্যান সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,আবদুর রহিম মাস্টার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, বালীখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শরীফুল হাসান। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সকল পর্যায়ের নেতৃবৃন্দ মরহুম আবুল হাসেম খান এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানিয়েছন।