গত দুদিন ধরেই মালদ্বীপে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাজধানী মালেসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে বহু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে মালদ্বীপে। দেশটির বহু শহর এখন পানির নিচে। টানা বর্ষণে দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মুইজ এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ। এসময় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের জরুরি সাহায্যের প্রতিশ্রুতি দেন তারা।
জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গতকাল মালে শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনে এনডিএমএ’র ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ ফিকরি বলেন, ৪১ জন আটটি বাড়ির বাসিন্দা।