মালদ্বীপে নেপালির ছুরিকাঘাতে বাংলাদেশি গুরুতর আহত

 

মালদ্বীপের রাজধানী মালে মাভিয়া নামক রাস্তায় একটি ক্যাফেতে,নেপালী সহকর্মীর ছুরিকাঘাতে বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে ।
মালদ্বীপের পুলিশ নিশ্চিত করেছে আজ (মঙ্গলবার  ৪ ফেব্রুয়ারি)
আহত বাংলাদেশি ও  নেপালী ব্যক্তি মালে  ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
  আজ দুপুর ১২:১০ টার দিকে পুলিশকে এই ঝগড়ার খবর দেওয়া হয়। এটি মাভিয়া মাগুতে ক্যাফে থাসির ১-এ  এর ঘটনা ঘটেছে  ।
 পুলিশ জানিয়েছে যে রেস্তোরাঁয় কর্মরত একজন নেপালি শেফ এবং একজন বাংলাদেশি কর্মীর মধ্যে ঝগড়া হয়েছিল।
 দুজনেই বর্তমানে চিকিৎসাধীন, তবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) থেকে জানা গেছে  বাংলাদেশির অবস্থা  গুরুতর বলে তারা জানিয়েছে।
 আইজিএমএইচের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ওই দুই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন । তারা আর কোনও তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ হাসপাতালে দেখে গেছিলেন। তিনি জানান সুস্থ আছে সবার কাছে দোয়া চেয়েছে।