স্টাফ রিপোর্টার

সীমান্ত এলাকায় মানব চোরাকারবারী আপন মিয়াসহ তার সহায়তায় ০৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে সুলতানপুর ব্যাটালিয়ন(৬০ বিজিবি) কাছে আটক।

 

গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৫৮/এম হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর নামক স্থানে মানব চোরাচালানকারী সদস্য মোঃ আপন মিয়া (২২), পিতা- মোঃ ফয়েজ আহম্মেদ, গ্রাম- নারায়নপুর, পোস্ট-শশীদল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লাকে আটক করে। এসময় তার সহায়তায় অবৈধ অনুপ্রবেশকালে (ক) মোঃ বজলুল আমিন (২০), পিতা- জয়তুন মিয়া, (খ) মোঃ মামুন মিয়া (১৯), পিতা- মোঃ আব্দুল মান্নান, উভয়ের ঠিকানাঃ গ্রাম-শতকবাজার, পোস্ট- লিগাঁও বাজার, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, (গ) মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা- মোঃ মনির মিয়া, গ্রাম- নারায়নপুর, পোস্ট- নারায়নছড়া, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার এলাকার ০৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করে।

 

উক্ত আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি টহল দল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় উল্লিখিত ০৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ০৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।

 

আটককৃত আপন মিয়া মানব চোরাচালানে সহায়তা করা এবং ০৩ জন বাংলাদেশী নাগরিক পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এর চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।বার্তা প্রেরকঃ লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি
অধিনায়ক,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)