মহৎ সেই মানুষের অন্তর,

অন‍্যের সাথে যা অন‍্যায় ঘটে তা নিজের সাথে ঘটলে কেমন হবে এই চিন্তা শক্তি যার ভেতরে যতোটা প্রখর ততোটাই মহৎ সেই মানুষের অন্তর।

 

মূলত পৃথিবীটা সুন্দর সুখী মানুষের পৃথিবী গড়া আমাদের নিজেদের একটু ইচ্ছা শক্তি আর মানবিকতাই যথেষ্ট।

অতি ক্ষুদ্র পশুটির ও যেমন প্রাণ আছে, সুবিধা অসুবিধা আছে তেমনি মানুষের পরিস্থিতি বুঝার জন‍্যে একটা মানবিক মন লাগে আর এই সুন্দর মন এখন অতি ব‍্যস্ততা নির্মম স্বার্থপরতায় বিভোর।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে বুঝার মতো একজন মানুষ থাকা, তবেই বেঁচে থাকা সার্থক মনে হয়। কাগজের পৃথিবীতে জীবনের দাম টুনকো হলেও ভালোবাসা সম্মান মানুষ মানুষের জন‍্যেই অবধারিত করে তাই এখনো মানুষের জন‍্যে মানুষই কাদেঁ।।