ভারতের উত্তর প্রদেশে হিন্দুদের একটি মন্দিরে নামাজ আদায়ের অভিযোগে ৩৮ বছর বয়সী এক নারী ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করে কেসবপুর গ্রাম প্রধান প্রেম সিং থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে রবিবার (১৮ সেপ্টেম্বর) ৩৮ বছর বয়সী নাজির ও তার ১৯ বছর বয়সী কন্যা সাবিনা এবং চমন শাহ মিয়া নামক একজন ইমামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
অত্র অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার গৌরব সিং সাংবাদিকদের জানিয়েছেন, ইমামের পরামর্শে মন্দিরে নামাজ আদায় করেন ওই নারী ও তাঁর কন্যা।
প্রেম সিং এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইপিসি ধারা ২৯৫এ (কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত) ও ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) অনুযায়ী একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
সূত্র: মুসলিম মিরর