বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু,পুলিশের বিরুদ্ধে ধাওয়া দেওয়ার অভিযোগ

কুমিল্লার বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু,জাকিরের পরিবারের সদস্যরা জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল জাকিরের বাড়িতে আসে। দরজায় কড়া নেড়ে তাকে বের হতে বলে পুলিশ।

এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জাকির। টের পেয়ে ধাওয়া করে পুলিশ।বুড়িচং থানার ওসি বলেন, পুলিশ জাকিরের বাড়িতে গেলেও তাকে না পেয়ে চলে এসেছে। পরে তার মরদেহ পাওয়ার বিষয়টি জানতে পারি

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের ধাওয়া খেয়ে জাকির হোসেন (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। জাকির উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বাড়ির কাছাকাছি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তারা আরও জানান, জাকির ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা মনে করেছেন, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তবে আজ সকালে বাড়ির কাছেই জাকিরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের গ্রেপ্তার  অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং দেবপুর ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম। তিনি বলেন, “রাতে জাকিরের বাড়িতে পুলিশের একটি দল যায়। তবে তাকে না পেয়ে ফিরে এসেছে।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম বলেন, “রবিবার রাতে পুলিশ জাকিরের বাড়িতে অভিযান চালায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায় স্থানীয়রা। জাকিরের দুই হাতে হ্যান্ডকাপ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, “পুলিশ জাকিরের বাড়িতে গেলেও তাকে না পেয়ে চলে এসেছে। পরে তার মরদেহ পাওয়ার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে তদন্ত চলছে।”