Home কুমিল্লা খবর বুড়িচংয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

বুড়িচংয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি।

মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ( ম্যুরালে) প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার এর নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুছ ছালাম বেগ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম খোকন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, উপজেলা যুবলীগ ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
আরও উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান,হাজী মোঃ সেলিম, প্রভাষক এম এ হান্নান রোকন, সুমন ভূইয়া, এনামুল হক শান্ত, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ সেলিম এম এ, মিজানুর রহমান রেজভী, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ছাত্র লীগ নেতা শাহাব উদ্দিন সোহাগ, আলা উদ্দিন, বাকশীমূল ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ কামরুল হাসান হিরা, সাধারণ সম্পাদক শরীফুর রহমান, ষোলনল ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান ইমন, সেক্রেটারি জি এম সামদানী, সহ-সভাপতি মোনতাসির, সাংগঠনিক সম্পাদক মোরছালিন,। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল পরিমান নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

এএনবি২৪ ডট নেট /গাজী জাহাঙ্গীর আলম জাবির/

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি