বিএনপির সমাবেশে জনতার ঢল ঠেকাতে সরকার আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগের পুরনো চক্রান্তের অংশ হিসাবে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। সরকারের এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা আরও উজ্জিবিত।
তিনি বলেন, দেশের মানুষের আক্রোশ থেকে সরকারের কেউ রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ কৌশল কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত হবে বলেও আশা করেন বিএনপি নেতা। একইসাথে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নেতাকর্মীদের আটকের নিন্দা জানান রিজভী আহমেদ।