২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফে মালদ্বীপকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আগামী ১২ এবং ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ম্যাচ দুটি খেলবে জামাল ভূঁইয়ার দল।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে এশিয়া অঞ্চলের ড্র হয়েছে।
প্রথম রাউন্ডের বাধা পার হওয়া ১০টি দল দ্বিতীয় রাউন্ডে এশিয়া অঞ্চলের ভেতর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে যোগ দেবে। মোট ৩৬ দল ৯ গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাইপর্বে আরও ৬টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ।
ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৯তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল। মালদ্বীপের অবস্থান ১৫৫তম। প্রতিপক্ষ ৩৪ ধাপ এগিয়ে থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপে তাদের গ্রুপপর্বে ৩-১এ হারানোর সুখস্মৃতি জামালদের বিশ্বকাপ বাছাইয়ে যোগাবে বাড়তি অনুপ্রেরণা।