দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ প্রশাসনের বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রামাল্লা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতেই এ রাস্তায় নামেন হাজারো ফিলিস্তিনি। গাজা-ইসরায়েল সংঘাতে মাহমুদ আব্বাসের ভূমিকায় অসন্তোষ জানান তারা। এ সময় প্রেসিডেন্টের বিরুদ্ধে শ্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় আন্দোলনকারীদের দমনের চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। জবাবে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। পশ্চিম তীরের আরেক শহর নাবলুসেও ছড়িয়েছে সংঘাত। হেবরনেও হয়েছে আব্বাস সরকার বিরোধী বিক্ষোভ। হামাসের পতাকা হাতে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি সমর্থন জানান আন্দোলনকারীরা।
অঞ্চলটির নিরাপত্তায় ইসরায়েলের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজের অভিযোগে দীর্ঘদিন ধরেই আব্বাস প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে ফিলিস্তিনিদের। সেই সাথে সম্প্রতি গাজায় চলা নিশৃংস হামলায় আব্বাস প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাই ধীরে ধীরে জন সাধারণের মনে বাড়ছে ক্ষোভ। একই সাথে হামাসের সমর্থনও বাড়ছে ফিলিস্তিনে।