পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে জশনে জুলুছ মিছিলে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানাই

গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা 

পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) জশনে জুলুছ (মিছিলে) আত্মঘাতী বোমা হামলা কোন সভ্য মানুষ বা গোষ্ঠীর কাজ হতে পারে না  মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান  ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শূরা সদস্য সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। 

গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. জুলুছে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদ জানিয়ে ০২ অক্টোবর গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার পক্ষ থেকে  এবং দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম  স্বাক্ষরিত বিবৃতিতে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বলেন- সুন্নী অধ্যূষিত এলাকা পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলের শুরুতে আত্মঘাতি বোমা হামলা কোনমতে মেনে নেওয়া যায় না। ধর্মীয় রীতি-নীতি পালনে কোন বাঁধা দেওয়া গণতন্ত্র ও সুস্থ বিবেকের এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর আগমনে আনন্দ র‌্যালি (মিছিল) করা সম্পূর্ণ একান্ত ভালবাসার বহিঃপ্রকাশ বা ইচ্ছাধীন। হামলা করে কখনো ভালবাসা থামিয়ে দেওয়া যায় না। আবাহমান কাল থেকে পালন করে আসা ধর্মীয় কালচারে আত্মঘাতি বোমা হামলা করে সাধারণ মুসলমানকে হত্যা ও আহত করায় প্রমাণিত হচ্ছে আদর্শিক মোকাবিলার ব্যর্থ হয়ে  বর্বরোচিত এ হামলার ঘটিয়েছে তারা।  এ হামলায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের  গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্র প্রধানদের নিন্দা জানাতে  আহবান জানিয়েছেন তিনি।

 

নিন্দার পাশাপাশি তিনি জশনে জুলুছে অংশগ্রহণকারী নিহতদের সর্বোচ্চ শহীদী মর্যাদা দান  এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মহান আল্লাহ তায়ালার দরবারে