পর্যটক টানতে ভারতের দুয়ারে মলদ্বীপ, বিভিন্ন শহরে ‘রোড-শো’ করবে সে দেশের পর্যটন গোষ্ঠী
মলদ্বীপের পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল পর্যন্ত সে দেশে ৬ লক্ষ ৬৩ হাজার ২২৯ জন পর্যটক এসেছে। পর্যটক আসার নিরিখে শীর্ষস্থানে রয়েছে চিন।
পর্যটক টানতে ‘ভারত-বিরোধিতা’য় লাগাম পরানোর ইঙ্গিত দিল মলদ্বীপ। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের আবহে পর্যটক সংখ্যা হুহু করে কমছিল ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটিতে। এই পরিস্থিতিতে ভারতীয় দর্শকদের ফিরিয়ে এনে লক্ষ্মীলাভ করতে ফের নয়াদিল্লির শরণাপন্ন হল তারা। সে দেশের একটি অগ্রণী পর্যটন গোষ্ঠী ভারতের বিভিন্ন শহরে রোড-শো করার সিদ্ধান্ত নিয়েছে।
মলদ্বীপের পর্যটন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল পর্যন্ত সে দেশে ৬ লক্ষ ৬৩ হাজার ২২৯ জন পর্যটক এসেছে। পর্যটক আসার নিরিখে শীর্ষস্থানে রয়েছে চিন, যে দেশের সঙ্গে মলদ্বীপের বর্তমান সরকারের নিবিড় সম্পর্কের কথা বার বার আলোচনায় উঠে আসছে। তার পরেই রয়েছে যথাক্রমে ব্রিটেন, রাশিয়া, ইটালি, জার্মানি এবং ভারত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক