মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নির্মাণ স্থাপনা থেকে ২৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার সাত নাগরিক এবং ভারতের একজনকে আটক করা হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) কুয়ালালামপুরের বুকিত কিয়ারা এলাকায় নির্মাণ স্থাপনাটিতে অভিযান চালানো হয়। একই সঙ্গে নির্মাণ স্থাপনাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুর সিটি হল কর্তৃপক্ষ (ডিবিকেএল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাজ করার সঠিক অনুমোদনপত্র না থাকায় ৩২ নির্মাণ শ্রমিককে আটক করা হয়। এছাড়াও এদের অনেকেই ভিন্ন কাজের ওয়ার্ক পারমিট নিয়ে নির্মাণ স্থাপনায় কাজ করছিলেন। জালাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এবং পুলিশ ডিপার্টমেন্ট তাদের আটক করে।
নির্মাণ স্থাপনাটির ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, নির্মাণ গঠন নিয়েও অভিযান চালানো হয়। এসময় অনিয়মের অভিযোগে নির্মাণ স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়।
আহমাদুল কবির , মালয়েশিয়া