চোখে! তাও আবার নড়েচড়ে ওঠা জীবিত পোকা। ভয়াবহ ঘটনায় আরও একবার শিরোনাম হলো চীন। এবার দেশটির এক নারীর চোখ থেকে ৬০টি জীবিত পোকা বের হওয়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
রোববার ১০ ডিসেম্বর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চোখে এক অস্বাভাবিক অস্বস্তি অনুভব করার পর ডাক্তারের কাছে যান ওই নারী। তারপর তার চোখ থেকে বের করা হয় জীবিত এই পোকাগুলো।
প্রতিবেদনে বলা হয়, অনেক দিক ধরেই চুলকাচ্ছিল চোখ। চুলকানি এতটাই অস্বস্তিজনক জায়গায় চলে যায়, যে শেষে আর নিজেকে সামলাতে পারছিলেন না। শেষে তিনি চিকিৎসকের দ্বারস্থ হতেই যা জানা গেল, তাতে হতভম্ব অনেকেই। চিকিৎসকরা ওই মহিলার চোখ থেকে ৬০টি জীবিত পোকা বের করেন।
চীনা ওই নারী জানান, একটি পরজীবী গোছের পোকা তার চোখে কিছুদিন আগে পড়েছিল। তারপর থেকে চুলকানি শুরু। চোখে এক অস্বাভাবিক রকমের অস্বস্তিও বোধ করতে থাকেন তিনি। পরে তিনি চিকিৎসকের কাছে যেতেই তার চোখে প্যারাসাইট বা পরজীবী বাসা বেঁধেছে বলে সন্দেহ করেন চিকিৎসক। এরপর বিভিন্ন টেস্ট ও চিকিৎসাগত তদন্তে ধরা পড়ে চোখে পরজীবীর বাসা বাঁধার কথা। দেখা যায়, ৪০টির মতো পরজীবী পোকা তার বাঁ চোখে, আর ২০টি তার ডান চোখে। যাদের ক্রিয়াকলাপে মহিলার চোখে চুলকানি বা অস্বস্তি শুরু হয়।
চিকিৎসকরা বলেন, ওই নারীর চোখের পাতা ও মণির মাঝে বাস করছিল পোকার দল। একধরনের গোলাকার পরজীবী সেখানে বাস করছিল।
উল্লেখ্য, কৃমিকে পরজীবী বলা হয়। সেক্ষেত্রে চোখে পরজীবীর বাসা বাঁধার ঘটনা বেশ ভয়ঙ্কর বিষয়। এই পরজীবী ফাইলেরিয়েডিয়া পরিবারের। সাধারণত মাছির কামড় থেকে এই ধরনের পরজীবী আসে মানব শরীরে। তবে ওই নারী বলছেন, কুকুর বা বেড়ালের থেকে এই পরজীবীর লার্ভা তার চোখে আসে।
তার দাবি, তার বাড়ির পোষ্যদের থেকে ওই পরজীবী তার হাতে আসে। আর হাত চোখে দিতেই সেখানে শুরু হয়ে যায় পরজীবীর বসবাস। বলা হয়, কিছু পরজীবী রয়েছে যারা চোখ অন্ধ করে দিতে পারে। দৃষ্টিহীনতার সমস্যা তৈরি করতে পারে ওই পরজীবীরা। তবে সেই ধরনের পরজীবীদের আফ্রিকায় পাওয়া যায়। তাদের চীনে পাওয়া যাওয়া কার্যত অস্বাভাবিক ঘটনা।
চোখে পরজীবী আসার উপসর্গ:
যে সমস্ত উপসর্গ দেখে বোঝা যায় যে, চোখে পরজীবী হামলা করেছে, তা হলো- চোখে ব্যথা; চোখ ফোলা ও লালভাব; ঝাপসা দৃষ্টি; চোখ থেকে পানি পড়া; চোখে পিচুটি কাটা; অনেক সময় চোখ স্থায়ীভাবে দৃষ্টিহীনতার শিকার হতে থাকে।