কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত দারুস সালাম মাদানীয়া আলিম মাদরাসার বার্ষিক,ক্রীড়া ও পুরস্কার বিতরণী ২৮ জানুয়ারী সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ক্বারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মাওলানা মোঃ রবিউল ইসলাম।
উপাধ্যক্ষ ক্বারী মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ডক্টর ক্বারী মাওলানা মোঃ খালেদ হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক মোঃ নুরুন্নবী, মাওলানা মোঃ মেহেদি হাসান,মোঃ ফরিদ উদ্দিন,মাওলানা আবদুর রশিদ, হাফেজ মোঃ ইব্রাহিম, মাওলানা কালিমুল্লাহ প্রমুখ।
এএনবি২৪ ডট নেট /গাজী জাহাঙ্গীর আলম জাবির,